১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:২০

হবিগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা

‘আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এই স্লোগানকে সামনে নিয়ে হবিগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের অবহিতকরণ ও পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ। 

সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে করে বাল্য বিয়ে প্রতিরোধসহ সমাজ এগিয়ে যাবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে জন্ম নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমে ভিন্নতা আনা হয়েছে। যাতে করে আমাদের সমাজে বাল্য বিয়ে শূন্যের কোটায় নেমে আসে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর