১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:০৯

ফরিদপুরে ইজিবাইক থেকে নামিয়ে পায়ে গুলি; গ্রেফতার ৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইজিবাইক থেকে নামিয়ে পায়ে গুলি; গ্রেফতার ৫

ফরিদপুরে এক ব্যক্তিকে ইজিবাইক থেকে নামিয়ে একটি মেহগনির বাগানে নিয়ে হাবিব ফকির (৩২) নামের এক ব্যাক্তির দুই পায়ে গুলি করে আহত করার ঘটনায় জড়িত সন্দেহে পিস্তলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে ফরিদপুরের কোতয়ালী ও সালথা থানায়। ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শেখ মো. আব্দুল্লা বিন কালাম। লিখিত বক্তব্যে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সালথা উপজেলার রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুরের মো. সোহেল ফকির (২৮), ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার শেখ খসরু (৩৬), মো. রিপন ওরফে লিমন (২৫), শহরের গুহলক্ষ্মীপুর এলাকার শাহীন মোল্লা (৩৭) ও মো. তুষার (৫৩)। 
এ সময় তাদের কাছ থেকে যে পিস্তল দিয়ে হাবিব ফকিরকে গুলি করা হয় সেই পিস্তল, একটি গুলি, তিনটি ধারাল চাকু ও এক বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর