১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৪

নাটোরে মাদক বহনের দায়ে যুবককে ৮ বছরের কারাদণ্ড-জরিমানা

নাটোর প্রতিনিধি

নাটোরে মাদক বহনের দায়ে যুবককে ৮ বছরের কারাদণ্ড-জরিমানা

শাওন আহমেদ

নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে শাওন আহমেদ নামে এক যুবককে ৮ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাওন আহমেদ নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ আগস্ট নাটোর সদর থানায় মাদকবিরোধী অভিযান চলছিল। পুলিশের একটি টিম নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া ব্রিজের ওপর তল্লাশি শুরু করলে শাওন নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে তাকে আটক করে। তার শরীর তল্লাশি করে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। দীর্ঘ দেড় বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর