৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪২

নীলফামারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল  ক্যাম্প

নীলফামারীতে দিনব্যাপী ফ্রি- মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাঁচশত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগাঁহ ময়দানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের আয়োজনে এর পৃষ্ঠপোষকতায় ছিল ফারাজ হোসেন ফাউন্ডেশন।

শুক্রবার সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক। ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শাহ।

আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।  এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. হাসান হাবিবুর রহমান, ফারাজ হোসেন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান বক্তব্য দেন।

নীলফামারী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসক টিম ক্যাম্প পরিচালনা করেন।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাদশা সিদ্দিকী বলেন, দিনব্যাপী পাঁচশত মানুষকে আমরা চিকিৎসা সেবা দিতে পেরেছি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শারীরিক নানা সমস্যাসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর