৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইট গার্ডের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইট গার্ডের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার আশ্রিত ক্যাম্পে থেকে রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার উখিয়ার কুতুপালং ২ নম্বর ক‍্যাম্পের ডাব্লিউর ব্লক বি/৫ হতে ২-ইস্টে এক রোহিঙ্গার বসত-বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুরুল বশর (৩৫) উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ডব্লিউ ব্লক-বি/৫ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি এক্টড নামে এনজিও সংস্থার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ জানান, রোহিঙ্গা যুবক নুরুল বশর রাতে ডিউটি শেষে ভোরে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। মৃতদেহটি ২ নম্বর রোহিঙ্গা ক‍্যাম্পের ইস্টের আব্দু রশিদের বসতবাড়ির পাশে রাস্তার ধারে পড়েছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।  পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত রোহিঙ্গার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

বিডি প্রতিদিন/এএ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর