শিরোনাম
৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৪১

‘‌‌ছাত্রছাত্রীদের স্মার্ট নাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে’

শরীয়তপুর প্রতিনিধি

‘‌‌ছাত্রছাত্রীদের স্মার্ট নাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে’

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন,  ডিজিটাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে  বিশ্বমানের আধুনিক করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এই আধুনিক শিক্ষায় স্মার্টভাবে ছাত্র-ছাত্রীদের শিক্ষিত হয়ে স্মার্ট নাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আজ সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের শিক্ষা খাতের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। 

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি  ইমরান খালাসীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক নড়িয়া উপজেলা চেয়ারম্যন হাজী আব্দুল ওহাব বেপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যন এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেদ উজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ সদস্য দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরে আলম আশিক, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সভাপতি মহসিন মাদবর, সাধারণ সম্পাদক রাশেদ উজ্জামান, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব।

নবীনবরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি এর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন এর পক্ষে কলেজের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর