৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:২৬
এইচএসসি পরীক্ষা

মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজে পাসের হার ৯৯.৭৯

শরীয়তপুর প্রতিনিধি

মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজে পাসের হার ৯৯.৭৯

শরীয়তপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির শিক্ষার্থীরা বরাবরের মতো এবছরও জেলার শীর্ষস্থান ধরে রেখেছে। এ বছর মোট ৪৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন, তার মধ্যে ৪৪৮ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৪৭ জন। পাসের হার ৯৯.৭৯ শতাংশ।

বুধবার প্রকাশিত-২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক জিপিএ ৫ পেয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগের শতভাগ পাস করার কৃতিত্ব দেখিয়েছে।

প্রতিষ্ঠান অধ্যক্ষ বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নেয়ামত। প্রতিষ্ঠানটি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। ভবিষ্যতে আমরা শিক্ষার সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

প্রতিষ্ঠানটির এই সফলতা অব্যাহত রাখতে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর