১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩১

দুর্বৃত্তদের চেতনানাশকে এক পরিবারের ৫ জন হাসপাতালে

মোরেলগঞ্জ প্রতিনিধি

দুর্বৃত্তদের চেতনানাশকে এক পরিবারের ৫ জন হাসপাতালে

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিলিয়ে দেওয়ায় রাতের খাবার খেয়ে এক পরিবারের ৫ জনকে অজ্ঞান হয়ে পড়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ইজিবাইক চালক আলাউদ্দিন ওরফে হৃদয় মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী ও স্বজেনরা আহতদের উদ্ধার করে রাত ১২টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হচ্ছেন- হৃদয় মোল্লা (৩৮), তার স্ত্রী শিরিন বেগম (৩২), মেয়ে ওশিমনি (১৫), ছেলে আরাফাত হোসেন (১০) ও শ্বাশুড়ি হাসিনা বেগমকে (৫৫) উদ্ধার করে।

বাড়ির মালামাল লুটের উদ্দেশে অজ্ঞাত দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে রেখেছে বলে দাবি করেছেন আহতদের স্বজনেরা।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর