১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৩৯

নাটোরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি


নাটোরে
বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নকল বিড়ি বন্ধ, বিড়িতে শুল্ক কমানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৃহত্তর রাজশাহী অ ল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার বেলা ১১টায় নাটোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপ কমিশনার হাসনাইন মাহমুদ বরাবর স্মারকলিপি দেন বিড়ি শ্রমিকরা।

শ্রমিকদের দাবি গুলো হলো রাজস্ব ফাঁকি দেয়া সকল নকল বিড়ি বন্ধ, আগামী বাজেটে বিড়ির শুল্ক ২ টাকা হ্রাস, যাচাই-বাছাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্সসহ দেয়া বন্ধ, অগ্রিম আয়কর প্রত্যাহার, নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করা এবং বহুজাতিক তামাক কোম্পানির আগ্রাসন বন্ধ করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর