১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৪৬

নাসিরনগরে ১৩ বীর নিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে ১৩ বীর নিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত ‘বীর নিবাস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে নাসিরনগরের বীর নিবাসও উদ্বোধন করেন তিনি।

নাসিরনগরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বীর নিবাস উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকরুল হোসেনসহ আরও অনেকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ১ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নাাসিরনগরে ১৩টি বীর নিবাস তৈরি করা হয়েছে। বীর নিবাসের প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। নিবাসে রয়েছে দুটি বেড রুম, রান্নাঘর, ২টি ওয়াসরুম।

বিডিপ্রতিদিন/কবিরুল

১ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নাাসিরনগরে ১৩টি বীর নিবাস তৈরি করা হয়েছে

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর