১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:২৩

শার্শা থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

শার্শা থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। 

বুধবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করে। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী।

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, 
স্বর্ণের বড় একটি চালান সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। এসময় কৌশলে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যান আরোহী। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৯৩২ গ্রাম, বাজার মূল্য ৭৩ লাখ টাকা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর