১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৫৮

কুমিল্লায় ১০ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১০ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

কুমিল্লা জেলায় ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২০ ফেব্রুয়ার দিনভর এই কার্যক্রম চলবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ১ লাখ ২৬ হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৭৭ হাজার ৫০০ জন শিশু রয়েছে। 

বৃহস্পতিবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। 

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা। 

সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, গতবার লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি ক্যাপসুল খাওয়ানোর হার আরো বাড়ানোর চেষ্টা করবো। সে জন্য গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার অনুরোধ করছি। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর