১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:২৭

বগুড়ায় বার্মিজ চাকু বিক্রি বন্ধে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বার্মিজ চাকু বিক্রি বন্ধে পুলিশের অভিযান

বগুড়ায় বার্মিজ চাকু বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে তিনটি দোকান থেকে ২১০টি চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁদনী বাজার, চুরিপট্টি ও হকার্স মার্কেটের তিনটি দোকানে থেকে এসব বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

জানা যায়, বগুড়ায় সাতদিনের ব্যবধানে তুচ্ছ ঘটনায় নয়জন ছুরিকাহত হওয়ার পর ধারাল বার্মিজ চাকু বিক্রি বন্ধে এই অভিযান চালায় পুলিশ। অভিযানে ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি ও চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টিসহ মোট ২১০টি বার্মিজ চাকু জব্দ করে পুলিশ। চাকুগুলো পুলিশ হেফাজতে নিয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, এই চাকু দিয়ে বিভিন্ন সময়ে শহরে নানারকম অপরাধ সংঘটিত হচ্ছে। বার্মিজ চাকুর দাম কম হওয়ায় কিশোরেরা এগুলো ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, প্রতিটি মার্কেটের ব্যবসায়ীদেরকে চাকু বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এরপর যদি চাকুর ব্যবসা করে তাহলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক বাবু কুমার সাহা, সদর ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর