১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৪৩

পুড়িয়ে ফেলা হল ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুড়িয়ে ফেলা হল ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি

নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে ফতুল্লার কোস্টগার্ডের একটি টিম। পরে এসব বিষাক্ত চিংড়ি পুড়িয়ে ফেলা হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্নয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা থেকে নরসিংদী ও সিলেটগামী ২টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৩ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

তিরি আরও জানিয়েছেন, জব্দকৃত জেলি পুশ করা চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর