১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৪৪

উন্নতমানের বীজ উৎপাদন নিয়ে কুমিল্লায় কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি:

উন্নতমানের বীজ উৎপাদন নিয়ে কুমিল্লায় কর্মশালা

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি কুমিল্লার হলে রুমে শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএই খামারবাড়ি ঢাকার ক্রপস উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক, কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার। সভাপতিত্ব করেন ডিএই কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাঞ্ছারামপুরের অধ্যক্ষ কৃষিবিদ মো. জালাল উদ্দিন ও ডিএই কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আমানুল ইসলাম।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর