২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৩৪

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস পালিত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম একুশের প্রথম প্রহরে শাহজাদপুর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম বলেন, আজ মহান শহিদ দিবস এবং একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমাঞ্চলের শাসকগোষ্ঠী পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে তাদের অধীন করে রাখার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে প্রথমেই তারা বাঙালিদের ভুলিয়ে দিতে চায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তাদের উদ্দেশ্য ছিল মাতৃভাষা কেড়ে নিয়ে বাঙালির জাতিসত্তাকে পঙ্গু করে দেয়া। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে বাঙালি। শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন। এরই একপর্যায়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর চালানো হয় গুলি। শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বারসহ অনেকে।

পৃথিবীর একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য প্রাণ বিসর্জন করা মহান শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এরই অংশ হিসেবে একুশে ফেব্রুয়ারি ১২টা ১ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ থেকে হেঁটে শাহজাদপুরের শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করেন। 
এছাড়াও একুশ উদযাপনের অংশ হিসেবে রবীন্দ্র কাছাড়ি বাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর