২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৫২

নাটোরে ব্যতিক্রমী ‌‘পথ বইমেলা’

নাটোর প্রতিনিধি

নাটোরে ব্যতিক্রমী ‌‘পথ বইমেলা’

নাটোরে ব্যতিক্রমী ‘পথ বইমেলা’র আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গত ৫ বছর ধরে একদিন করে ‘পথ বইমেলা’র আয়োজন করে আসছে স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকা।

জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শ্লেট ও চকের মাধ্যমে শিশুদের হাতেখড়ি দিয়ে মেলার শুভ সূচনা করা হয়। স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের পরিচালনায় পথ বইমেলা উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

কথা সাহিত্যিক জাকির তালুকদার বলেন, এমন আয়োজন বেশ সাড়া তুলেছে। অন্য বছরের মতো এবারও বেশ বড়ো পরিসরে মেলার আয়োজন লেখক ও পাঠকদের মুগ্ধ করছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর