২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:০৫

সখীপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হাতীবান্ধা তালিম ঘর এলাকায় প্রায় তিন হাজার রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এর আয়োজনে ১৯ তম এই ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের আলোচনা সভার উদ্ধোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এমএ সামাদ-এর সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম (হীরা), উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, ক্যাম্পেসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন প্রমুখ আলোচনায় অংশ নেয়।

এসময় তিন হাজার রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তিনশত রোগীর চোখের ছানি অপরেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিক ভাবে নির্বাচন করা হয় বলে জানান অধ্যাপক এমএ সামাদ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর