২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১২

দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে সোমবার ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অপর্ণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার সকালে স্কুল, কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ছড়া, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা ও আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আ‘লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম বক্তৃতা করেন।
 
এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর