২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১৭

সিলেটে আগামীকাল শেষ আবাসন মেলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আগামীকাল শেষ আবাসন মেলা

তিন দিনব্যাপী সারেগ আবাসন মেলা শনিবার শেষ হবে

সিলেটে আগামীকাল শনিবার শেষ হচ্ছে তিন দিনব্যাপী সারেগ আবাসন মেলা। ছুটির দিন হওয়ায় দ্বিতীয় দিন শুক্রবার মেলায় ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই মেলার আয়োজন করেছে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)। 

মেলায় আবাসন ও নির্মাণ সামগ্রীর ১৫টি কোম্পানি অংশ নিয়েছে। ক্রেতাদের নজর কাড়তে কোম্পানিগুলো তাদের স্টল সাজিয়েছে আকর্ষণীয়ভাবে। ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকে ক্রেতা-দর্শণার্থীদের পদচারণা ছিল আগের দিনের চেয়ে বেশি।

এদিকে মেলার শেষ দিন শনিবার আরও বেশি জনসমাগম প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। শুক্রবার মেলা উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকালে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ মেলার উদ্বোধন করেন।  সারেগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন জানান, সিলেটে আবাসন খাতের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যোগসূত্র স্থাপনের কাজ করছে সারেগ। মেলায় ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর