২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৯

ফসলি জমির মাটি কাটতে গ্রামবাসীর বাধা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ফসলি জমির মাটি কাটতে গ্রামবাসীর বাধা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় সরকারি নিয়মের তোয়াক্কা না করেই ভেকু দিয়ে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন স্থানীয় মাটি ব্যবসায়ীরা। এতে পাশের ধানি জমি ভাঙনের মুখে পড়লে তা রক্ষার জন্য গ্রামের নারী পুরুষরা বাঁধা দেয়। 

খবর পেয়ে বালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মাটির কাটার ভেকু জব্দ করেন। এসময় মাটি ব্যবসায়ীরা দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে।
    
ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপংকর চন্দ্র চন্দ বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে মাটি কেটে নেওয়ার কোনো এখতিয়ার নেই। স্থানীয় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে একটি ভেকু জব্দ করা হয়েছে 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর