১ মার্চ, ২০২৩ ২১:১০

নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নদীতে নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেলে উপজেলার শ্রীতারামপুরের তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

মৃত্যু ব্যক্তিরা হলেন-নরসিংদীর মির্জাচর গ্রামের ওমর ফারুক মিয়ার ছেলে হাফেজ মাহমুদুল্লাহ (২২)। তিনি মসজিদের ইমাম বলে জানা গেছে। অপরজন রাত্রি চৌধুরী (১৫)। সে নবীনগর উপজেলার বড়াইল গ্রামের প্রহল্লাহ’র মেয়ে এবং বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, নবীনগর থেকে বুধবার দুপুরে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা পাশে নরসিংদীর রায়পুরা উপজেলা বাঁশগাড়ি যাচ্ছিল। পথিমধ্যে শ্রীতারামপুর নামকস্থানে বিপরীত দিকে আসা নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকাটি তলিয়ে যায়। এতে দুইজন মারা যায়।

রাত্রির মা সন্ধ্যা রানী বলেন, আমার মেয়ে স্কুল ছুটি নিয়ে দাদা বাড়ি বাঁশগাড়ি যাচ্ছিল। নৌকায় ২০-২৫ জন লোক ছিল।

মাহমুদুল্লাহর চাচাতো ভাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে হাফেজিয়া পড়া শেষ করে একটি মসজিদে ইমামতি করত।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল বলেন, নৌকা ডুবির ঘটনায় দুইজন মারা গেছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নৌকা ডুবির পর নৌকার মাঝিসহ সকলে পালিয়ে গেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর