নাটোরের হরিশপুর রামাইগাছি এলাকা থেকে পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার সময় চেক পোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত রাজ্জব আলী হাওলাদারের ছেলে ট্রাকের চালক রফিকুল হাওলাদার (২৪) এবং যশোর জেলার চৌগাছা থানার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ট্রাকের হেলপার ইয়াছিন কবির নিরব (২০)। র্যাবের নাটোর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব পাশের বড়হরিশপুর বাইপাস হতে রাজশাহীগামী পাকা রাস্তার ওপর একটি চেক পোস্ট পরিচালনা করে। এসময় একটি হলুদ ও নীল রঙের ট্রাকের পাটাতনে ঝুটের ভিতর দুইটি বস্তায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল