শিরোনাম
৯ মার্চ, ২০২৩ ১৫:৫৬

কৃষিতে নারীর অধিকার ও সামাজিক পরিবর্তন শীর্ষক আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি:

কৃষিতে নারীর অধিকার ও সামাজিক পরিবর্তন শীর্ষক আলোচনা সভা

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত 'কৃষিতে নারীর অধিকার ও সমাজিক পরিবর্তন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এ আলেচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন ঢালী।

জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা বেগম, প্রেসক্লাবের সাধারণ সস্পাদক কামরুজ্জামান সোহেল, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, পিডাব্লিউও এর নির্বাহী পরিচালক মো. হাফিজুর রহমান, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বেলায়েত হোসেন, ব্লাস্ট এর জেলা কো-অডিনেটর এ্যাড. শিপ্রা গোস্বামী, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ এনজিও ব্যক্তিত্ব এবং গ্রামীণ নারীরা। অনুষ্ঠানের শুরুতে বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর নির্বাহী পরিচালক আ.ন.ম. ফজলুল হাদী সাব্বির স্বাগত বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর