৯ মার্চ, ২০২৩ ১৬:১২

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাউফল প্রতিনিধি

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে
র‌্যালি ও আলোচনা সভা

পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল 'ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভোবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন'। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও স্পিড ট্রাস্টের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক বিশাল র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মিঞা ও স্পিড ট্রাস্ট ভলান্টিয়ার খাদিজা বেগম প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর