শিরোনাম
৯ মার্চ, ২০২৩ ১৬:২৫

রংপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে টিসিবির পণ্য 
বিক্রি কার্যক্রম উদ্বোধন

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়েজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়। রংপুর জলা প্রশাসনের আয়োজনে ও রংপুর সিটি করপোরেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে নগরীর ২৪ নং ওয়ার্ডের মাছুয়াপাড়া মোসলেম উদ্দিন স্কুলের সামনেসহ ৩টি পয়েন্টে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেখ তাকী তাজওয়াব, রংপুর সিটি করপোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রংপুর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম প্রমুখ। এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে জেলার  রংপুর সিটি করপোরেশন, ৮টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় ২ লাখ ৮৫ হাজার ৩১২ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য সামগ্রী দেওয়া হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর