৯ মার্চ, ২০২৩ ২০:২৮

বাগেরহাটে ৩৪১ কৃতি শিক্ষার্থীকে ১২ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৩৪১ কৃতি শিক্ষার্থীকে 
১২ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগ এই বৃত্তি প্রদান করা হয়

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ৩৪১ কৃতি ও মেধাবী শিক্ষার্থীকে ১২ লাখ টাকার এককালীন শিক্ষবৃৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম।

বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দু বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফা খানম প্রমুখ। 

বাগেরহাট জেলার এসএসসি ও এইচএসসির ৩৪১ জন ও সরকারি মেডিকেল, বুয়েট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৯ জনসহ মোট ৩৭০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ১২ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর