১০ মার্চ, ২০২৩ ১৬:১০

জাতীয় দুর্যোগ দিবসে নেত্রকোনায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় দুর্যোগ দিবসে নেত্রকোনায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

ফায়ার সার্ভিসের আয়োজনে একটি মহড়া অনুষ্ঠিত হয়

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে নেত্রকোনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পুনর্বাসন অফিস।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে মোক্তাড়পাড়ার মাঠে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে র‌্যালির পর মাঠে ফায়ার সার্ভিসের আয়োজনে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অগ্নিকাণ্ড থেকে গৃহবাসীকে উদ্ধার, ভূমিকম্পে আটকা ব্যক্তিদের চারতলার বাড়ি থেকে উদ্ধার ও চিকিৎসাসহ দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতার কার্যক্রম প্রদর্শন করা হয়। এই মহড়া উপস্থিত দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো রুহুল আমীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু এবং নেত্রকোনা ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন মাস্টার খানে আলম। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর