১৬ মার্চ, ২০২৩ ১৬:১৬

টেকনাফে বাল্যবিবাহ প্রতিরোধে গণনাটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বাল্যবিবাহ প্রতিরোধে গণনাটক

কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এএইচপি বাংলাদেশ কনসোর্টিয়াম মাল্টি-ইয়ার প্রোগ্রামের অংশ হিসেবে গণনাটক "আমাদের কথা" মঞ্চায়ন করা হয়েছে।  উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় অবস্থিত জাহাজপুরা মাল্টি-পারপাস সেন্টারে নাটকটি মঞ্চায়ন করা হয়েছে ।নাটকে বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি, নারী অধিকার ইত্যাদি বিষয়ে ফুটিয়ে তোলা হয়। 

সিবিসিপি অফিসার রিপন বড়ুয়ার সভাপতিত্বি এফআইভিডিবির কেইস ম্যানেজমেন্ট অফিসার চন্দনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিপিআইই লিড রোমেনা আক্তার, কেইস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট খালেদ চৌধুরী, সিবিসিপি স্পেশালিস্ট এস.এম আতিকুর রেজা, এফআইভিডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ সালাহউদ্দিন মল্লিক।

নাটকে অভিনয় করেন এএইচপি বাংলাদেশ কনসোর্টিয়াম মাল্টি-ইয়ার প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠিত সিবিওয়াইসি ক্লাব মেম্বারের সদস্যগণ। বক্তব্যে সিপিআইই লিড রোমেনা আক্তার বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শিশু সুরক্ষা ও নারী অধিকার নিশ্চিতকরণে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর