২৯ মার্চ, ২০২৩ ২১:০৬

রাঙ্গামাটির লংগদুতে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিল সেনাবাহিনী

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙ্গামাটির লংগদুতে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিল সেনাবাহিনী

মাইনীমুখ সেনা ক্যাম্প ও লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় রমজান ও বিজু উৎসব উপলক্ষে ইফতার ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়

দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা দিয়েছে রাঙামাটির লংগদু সেনা জোন। মঙ্গলবার বিকালে লংগদু উপজেলা মাইনীমুখ সেনা ক্যাম্প ও লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় রমজান ও বিজু উৎসব উপলক্ষে ইফতার ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. হিমেল মিয়া ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বারেক সরকার।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্যাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে এলাকায় যেমন অপরাধ প্রবণতা কমে আসছে, তেমনি শান্তি সম্প্রীতিও ত্বরান্বিত হচ্ছে। সেনাবাহিনীর এমন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। পরে তিনি ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের বৈসাবি উৎসবের উপহার সামগ্রী প্রদান করেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর