৩ এপ্রিল, ২০২৩ ১৯:২১

প্রস্তুত পদ্মাসেতুর রেলপথ, আগামীকাল ভাঙা থেকে মাওয়া পর্যন্ত চলবে পরীক্ষমূলক ট্রেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রস্তুত পদ্মাসেতুর রেলপথ, আগামীকাল ভাঙা থেকে মাওয়া পর্যন্ত চলবে পরীক্ষমূলক ট্রেন

পদ্মা সেতুর সড়ক পথে যান চলাচল শুরুর দশ মাসের মাসের মাথায় এবার প্রস্তুত রেল পথ। এরমধ্যেই ৬ দশমিক ৬৮ কিলোমিটারের পদ্মা সেতুর রেলপথের কাজ শেষ হয়েছে। গত বুধবার রেলপথের সর্বশেষ ৭ মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়।

তবে ঢালাইকৃত অংশ শক্ত হয়ে ট্রেন চলার জন্য উপযোগী হতে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন ছিল। শুক্রবার বিকালে নির্ধারিত ৪৮ ঘণ্টা শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত ৬.৬৮ কিলোমিটার পুরো পাথরবিহীন রেলপথ। এখন শুধু ট্রেন চলার অপেক্ষা।

সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ হওয়ায় আগামীকাল ৪ এপ্রিল সমগ্র সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছেন প্রকৌশলীরা। এদিন ফরিদপুরের ভাঙ্গা পদ্মা স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমমিটার অংশে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত থেকে পরীক্ষামূলক ট্রেনে পাড়ি দেবেন পুরো পদ্মা সেতু।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর