১২ এপ্রিল, ২০২৩ ১৭:৫২

ফেনীতে সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীতে সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া থেকে সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার মধুগ্রাম বিওপির দায়িত্বরত বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ২১৯৬/৪-এস থেকে ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালিয়ে শাড়িগুলো উদ্ধার করে। 

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে কিছু পণ্য নিয়ে আসছিল এমন সংবাদের ভিত্তিতে মধুগ্রাম বিওপির দায়িত্বরত বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় শাড়িসহ চোরাচালানের মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর