১৪ এপ্রিল, ২০২৩ ১৪:৫৬

খাগড়াছড়িতে সাংগ্রাইয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা ও জলকেলি উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সাংগ্রাইয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা ও জলকেলি উৎসব

খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে সাংগ্রাই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শোভাযাত্রাটি পৌর শাপলা চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পানখাইয়া পাড়া বটমূলে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা ও ‘জলকেলি’ উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শোভাযাত্রায় মারমা তরুণ-তরুণীরা নেচে গিয়ে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। এ সময়  ঐতিহ্যবাহী পোষাক ও ছাতা ধরে ভ্যান-টমটমসহ বিভিন্ন যানবাহনে পুরো শহর প্রদক্ষিণ করে আনন্দ উল্লাস প্রকাশ করে তারা।

পরে পানখাইয়া পাড়া বটমূলে জলকেলি উৎসবে মেতে ওঠে মারমা তরুণ-তরুণীরা। একে অপরের দিকে পানি ছিটানোর মধ্যে দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় তারা।

 শহরে ট্রাকে করে মারমা তরুণ-তরুণীরা জলকেলি উৎসবে পুরো শহরকে মাতিয়ে তোলে। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। জেলা প্রশাসক সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল ইসলামসহ মারমা উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ।

অপরদিকে শুক্রবার থেকে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে নববর্ষ উপলক্ষে এক বৈশাখী মেলা শুরু হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর