১৭ এপ্রিল, ২০২৩ ১২:৩৬

নেত্রকোনায় ঈদ উপহার পেল এক হাজার হতদরিদ্র

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনায়  ঈদ উপহার পেল এক হাজার হতদরিদ্র

 ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনায় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার পেয়েছে এক হাজার হতদরিদ্র পরিবার। সোমবার সকালে শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম ইনডোর মাঠে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

গত কয়েক সপ্তাহে জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তা চেয়ে আবেদনকারী হতদরিদ্র এক হাজার পরিবারকে নগদ দুইশত টাকা ও পাঁচ কেজির করে চাল দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব  ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, ভূমি সহকারী আকলিমা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে জেলার ৮৬টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ভিজিএফ, ভিজিডি কার্ডধারীর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হলেও এর বাইরে বিভিন্ন সময়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর