১৯ এপ্রিল, ২০২৩ ১৬:৩৩

সোনাহাট স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

সোনাহাট স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়।

এসময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রফতানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত মোট ৯ দিনের জন্য স্থলবন্দরের ছুটি ঘোষণা করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানির কাজ এ সময়টাতে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর