১৯ এপ্রিল, ২০২৩ ১৭:২১

সুবিধাবঞ্চিত ১০৩ শিশু পেল ঈদ উপহার

নেত্রকোনা প্রতিনিধি

সুবিধাবঞ্চিত ১০৩ শিশু পেল ঈদ উপহার

সুবিধাবঞ্চিত ১০৩ শিশু পেল ঈদ উপহার

নেত্রকোনা শহরের সুবিধাবঞ্চিত ১০৩ জন শিশু পেল ঈদ উপহার। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বস্ত্র তুলে দেন।

ইয়েসবাংলা ভলান্টিয়ারদের সহযোগিতায় এনসিটিএফের সদস্যরা জেলা প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের আর্থিক অনুদানের টাকায় জেলা সদরের বিভিন্ন পাড়ামহল্লার শিশুদের তালিকা তৈরি করে এসকল ঈদ উপহার দেয়া হয়।

এতে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম মো. জহুরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিবলী সাদিক, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পালসহ জেলার রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত এসকল শিশুরা ঈদ উপহার পেয়ে আনন্দিত হয়।

এসময় জেলা প্রশাসক এনসিটিএফের সদস্যদের বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়া শিশুদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়ে বলেন, এটা শিশুদের উন্নয়নের বিকাশ ঘটায়। এই সংগঠন অবশ্যই কোনো শিশু কোনো ধরনের নির্যাতনের শিকার হলে এগিয়ে যেতে হবে। খোঁজ রাখতে হবে। আমাদের জানালে আমরাও ব্যবস্থা নিতে পারবো।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর