২০ এপ্রিল, ২০২৩ ১৪:১২

রংপুরে ১২০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ১২০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি- বাংলাদেশ প্রতিদিন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুরে ১২০০ গরিব দুস্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। 

বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলি বাবুল, এডভোকেট আনারুল ইসলাম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোস্তফা পারভেজ জিয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোক্তার এলাহী মুরাদ, মহানগর ছাত্রলীগের  যুগ্ম সাধারণ সম্পাদ মেরিনুল মর্তুজা মেরিন, সাবেক স্কুল ছাত্রবিষয়ক উপ-সম্পাদক আসাদুজ্জামান সজিব, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান সরকার, সাবেক সহ-সম্পাদক প্রশান্ত রায়, যুবনেতা খায়রুল পারভেজ পলাশ, মাহমুদুলর রহমান অভি, লুৎফর রহমান বিদ্যুৎ, রায়হান কবির, আসাদুজ্জামান রাজা, কাজল প্রমুখ। এসময় গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ  ঈদ উপহার হিসেবে তুলে দেয়া হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর