২০ এপ্রিল, ২০২৩ ১৫:৩৭

যশোরে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পিটিয়ে 
বৃদ্ধকে হত্যা, আটক ১

প্রতীকী ছবি

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে সালেহ আহমেদ নামে ৬০ বছরের বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নালিয়া গ্রামের খালকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত সালেহ আহমেদ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। আটক শাহীন দাইতলা গ্রামের মনসুর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দকে বৃদ্ধ সালেহ আহমেদ মাছ ধরতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে শাহীন বাঁশ দিয়ে সালেহ আহমেদের মাথা আঘাত করেন। এতে সালেহ আহমেদের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন সালেহ আহমেদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় ও শাহীন ধরে পুলিশে সোপর্দ করে। 
এদিকে সালেহ আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। সে অনুযায়ী বেলা ১২টার দিকে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় মারা যান সালেহ আহমেদ। 

যশোর কোতোয়ালি থানাও ওসি তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর