২১ এপ্রিল, ২০২৩ ১৬:২১

গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১৫ জনের মনোনয়নপত্র জমা

গাজীপুর প্রতিনিধি


গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১৫ জনের মনোনয়নপত্র জমা

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণের জন্য ৩৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গতকাল বিকেল পর্যন্ত ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এদিন পর্যন্ত মেয়র পদের কোন মনোনয়নপত্র জমা পড়েনি। 

জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৯ জন প্রার্থীতার জন্য তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো: আজমত উল্লা খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন-বাংলাদেশ এর প্রার্থী গাজী আতাউর রহমান, গণফ্রন্ট এর প্রার্থী আতিকুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো: রাজু আহম্মেদসহ স্বতন্ত্র প্রার্থী ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, সরকার শাহনুর ইসলাম রনি, আবুল হোসেন ও মোঃ হারুন অর রশীদ রয়েছেন। তবে এদিন পর্যন্ত তারা কেউ মনোনয়ন পত্র জমা দেননি।

অপরদিকে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩০৪ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর পদে ১০ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র একইদিন পর্যন্ত জমা দিয়েছেন। 

তিনি আরো জানান, গত ৫ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় হলো ২৭ এপ্রিল, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৩০ এপ্রিল এবং প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ৮মে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ মে। আগামী ২৫ মে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৩৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ৭২১জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৪২ জন এবং হিজড়া ১৮ জন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর