২২ এপ্রিল, ২০২৩ ১৪:১৬

ঈদগাহে চাঁদা তোলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদগাহে চাঁদা তোলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ৯

রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামে ঈদগাহ মাঠের উন্নয়নের টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময়  দুই পক্ষের মোট ৯ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১ টায় সৈয়দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়  সূত্রে জানা যায়, একই গ্রামের দুইটি মসজিদের দুই পক্ষের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ঈদের নামাজ শেষে মাঠ সংস্কার ও উন্নয়নের চাঁদার টাকা নিয়ে দুইটি পক্ষের দ্বন্দ্ব বাধে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে ৯ জন আহত হলে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তিন জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, ঈদগাহ মাঠের উন্নয়নের কাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর