৭ মে, ২০২৩ ১৩:১৪

ধনু নদীর ভাঙ্গনের শিকার রসুলপুর গ্রাম

নেত্রকোনা প্রতিনিধি

ধনু নদীর ভাঙ্গনের শিকার রসুলপুর গ্রাম

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদীর ভাঙ্গনের শিকার নদী পাড়ের মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামটি। নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদী পারাপারের ঘাটসহ প্রায় শতমিটার সড়ক এবং ঘাট বাজারের বেশিরভাগ অংশ। বিদ্যুৎ এবং মোবাইল টাওয়ারসহ হাওরের একমাত্র বিদ্যালয়টি পড়েছে হুমকিতে।

স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে নদীর বাঁক সোজা করতে গিয়ে নদীর গতিপথ বদলে দিয়েছে। গ্রামের বাড়িঘরগুলো এখন ভাঙ্গনের কবলে, তাই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি গ্রামবাসীর। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার হাওরাঞ্চলের দ্বীপ উপজেলা খালিয়াজুরী। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে দু'টি ইউনিয়নকেই আলাদা করে রেখেছে জেলার নৌপথের গুরুত্বপূর্ণ নদী ধনু। যেটি সুনামগঞ্জ দিয়ে শুরু হয়ে কিশোরগঞ্জ ভৈরব হয়ে মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। কিন্তু এ নদীর ভাঙ্গনের কবলে পড়েছে ৬ ইউনিয়নের মধ্যে জেলার সাথে সংযুক্ত মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামসহ বেশকয়েটি গ্রাম। ইতিমধ্যে নদী ভাঙ্গনের শিকার হয়ে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। গ্রামটিতে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য ২০১৩-১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি পড়েছে হুমকির মুখে। দেড় কিলোমিটার দূরে থাকা রসুলপুর প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে নদী থেকে প্রায় দেড়শ মিটার দূরত্বে চলে এসছে। একমাত্র বিদ্যাপিঠ ভেঙ্গে গেলে এই গ্রামের বাচ্চারা পড়তে পারবে না। শুধু তাই নয়, নদী গর্ভে বিলীন হয়ে গেছে মেইন সড়কসহ বাইপাস সড়কটি। ভেঙ্গে গেছে বাজারের বেশির ভাগ অংশই।

স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে নদীর বাঁক সোজা করতে গিয়ে নদীর গতিপথ বদলে দিয়েছে। কেন করেছে তারা জানেও না। গ্রামের বাড়িঘরগুলোও দিনে দিনে ভাঙ্গনের কাছাকাছি। শুধু তাই নয় পল্লী বিদ্যুতের টাওয়ারটিও একেবারে কাছে। ভেঙ্গে গেলে পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত হবে। সেইসাথে মোবাইল টাওয়ারও। তাই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি গ্রামবাসীর। বড় বিপর্যয়ের আশংকায় গ্রামবাসী।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, চার থেকে পাঁচটি গ্রাম ভাঙ্গনের কবলে। ইতিমেধ্যই তারা উদ্যোগ নিয়েছেন ভাঙ্গন ঠেকাতে। রসুলপুরের দুই দিকে ৩শ এবং ৪শ মিটারের কাজ চলছে বলেও জানান তিনি। তবে এ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নদী খনন বা বাঁক সোজাকরণ কাজ করেনি। যদিও হয়ে থাকে বিআইডব্লিউটিএ করে থাকতে পারে বলে জানান তিনি। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর