৭ মে, ২০২৩ ১৯:১৩

যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

যুদ্ধাপরাধ মামলায়
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যুদ্ধাপরাধ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলিম উদ্দিন খানকে (৭৭) গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ সালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন তিনি। পরে রবিবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাঈদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ এ অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেন পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামানে। তিনি জানান, ইতিমধ্যে আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে মানবতাবিরোধী মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৬ এপ্রিল বৃহস্পতিবার ট্রাইবুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

মামলার বরাত দিয়ে ওসি রাশেদুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গফরগাঁও উপজেলার ৮ জনের বিরুদ্ধে রায় দেয়া হয়। এর মধ্যে আলিম উদ্দিন খানসহ ৫ জনকে ২০ বছর করে কারাদণ্ড এবং ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর