শিরোনাম
৮ মে, ২০২৩ ১৬:১৭

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটন নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের উদ্যোগে সোমবার সকালে কুয়াকাটা পৌরসভার সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন খুলনা ও বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব। এসময় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজসহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর