শিরোনাম
৯ মে, ২০২৩ ১৪:৫৭

রংপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক রংপুর

রংপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত

 রংপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মহফিল ও আলোচনা সভা।

মঙ্গলবার সকালে পীরগঞ্জ ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, যুবনেতা মেহেদি হাসান সিদ্দিকী রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দিবসকে ঘিরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী স্মৃতিচারণ, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মহফিল ও অসচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর