১২ মে, ২০২৩ ২০:০৯

ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জব্দকৃত স্বর্ণের বার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলরত দল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-৯৪৩ এর কাছে কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক পাচারকারী যুবককে আটক করে বিজিবি। ঘটনাস্থল থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করে আটককৃত যুবককে কাশিপুর ক্যাম্পে নেওয়া হয়।

চোরাকারবারি যুবকের নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ওই যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত বারসমূহ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর