১৫ মে, ২০২৩ ১১:৫৩

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩৮তম বিসিএস ক্যাডারের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩৮তম বিসিএস ক্যাডারের মৃত্যু

রাসেল আহমেদ

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩৮তম বিসিএসের শিক্ষা ক্যাডার রাসেল আহমেদের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাসেল ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামের আবুল কাসেম মণ্ডলের ছেলে। তিনি কুমিল্লা লাকসামের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী সরকারি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক ছিলেন।

জানা যায়, রবিবার ১৯২তম বুনিয়াদি প্রশিক্ষণ নিতে তিনি বগুড়ায় যান। সেখানে যাওয়ার পর তিনি প্রশিক্ষণে অংশ নেন। এরপর রাতে হঠাৎ প্রথমে তার পিঠে ও পরে বুকে ব্যথা অনুভূত হয়। বগুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে ঘোষণা দেন।

সোমবার সকাল ১১টায় তার পরিবারের সদস্যরা জানান, বগুড়া থেকে তার লাশ নিয়ে ফুলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর