১৮ মে, ২০২৩ ১৮:২৭

চাকুরি স্থায়ীকরণের দাবিতে বশেমুরবিপ্রবির কর্মচারীদের আমরণ অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরি স্থায়ীকরণের দাবিতে বশেমুরবিপ্রবির কর্মচারীদের আমরণ অবস্থান কর্মসূচি

চাকুরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক ১৩৪ জন কর্মচারী আমরণ অবস্থান কর্মসূচি শুরু করেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাকুরী স্থায়ী করণের দাবীতে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিস কক্ষের সামনে ফ্লোরে তারা অবস্থান নিয়েছে। অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং প্লাকার্ড বহন করে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মজুরি ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এর মধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। বাকী ১৩৪ কর্মচারী চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর