২০ মে, ২০২৩ ২০:১৪

১০ দফা ২০ দফা নয়, দাবি একটাই : মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি

১০ দফা ২০ দফা নয়, দাবি একটাই : মির্জা ফখরুল

বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১০ দফা নয় ২০ দফা নয়, দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। দফা এক শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি শুধু আমাদের নয়, দেশের জনগণেরও। লুটেরা এই সরকার ক্ষমতায় থাকুক তা এক মুহূর্তও চান না দেশের শান্তিপ্রিয় মানুষ।’

শনিবার বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করে লালমনিরহাট জেলা বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমান নির্বাচন ঠুঁটো জগন্নাথ। এই নিবার্চন কমিশনের অধীনে কোনো ভোটই সুষ্ঠু হবে না।’

তিনি বলেন, ‘রংপুর থেকে যখন লালমনিরহাটে প্রবেশ করি তখন দেখি রাস্তাঘাট খুবই খারাপ। সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন আওয়ামী লীগের ঘরে হচ্ছে বাইরে নয়।’

দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ মানুষের নাভিশ্বাস। কাঁচাবাজার থেকে শুরু করে সব জিনিসের দাম হু হু করে বাড়ছে।’ 

কৃষক আন্দোলনের নেতা নুরল দীনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের এই এলাকায় তার বাড়ি। যিনি কৃষক আন্দোলনে ডাক দিয়েছিলেন- কোনটে বাহে জাগো সবায়। আজকে আবার সেই ডাক এসেছে। আজকে আবার গৃহবন্দী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিতে ও জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় জনসভায় আরও বক্ত্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বিএনপি নেতা এ কে এম মমিনুল হক, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, মোস্তফা সালাউজ্জামান ওপেল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর