৩১ মে, ২০২৩ ১৮:৫১

মানিকগঞ্জে অজ্ঞান করে মালামাল লুট

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অজ্ঞান করে মালামাল লুট

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় অজ্ঞান করে একটি পরিবারের সর্বস্বই লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দড়গ্রাম ইউনিয়নে মো.নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম ভাঙলে দেখতে পান ভবনের প্রধান গেইট খোলা। এরপর দেখেন পাশের টিনের ঘড়ের দরজাও খোলা। এরপর পরিবারের লোকজন  প্রতিটি কক্ষের আলমারি খোলা দেখেন। এবং সেগুলিতে কোন  মালামাল নেই। দুর্বৃত্তরা ঘরে রক্ষিত টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।   

বাড়ির মালিক নুরুল ইসলাম বলেন, গত সপ্তাহে অপরিচিত ধানকাটা শ্রমিক কৃষিখেতে কাজ করেছে। ধারণা করা হচ্ছে তারা কোন নেশা দ্রব্য ব্যবহার করে আমাদের অচেতন করে এ ঘটনা ঘটাতে পারে। 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কৃষি শ্রমিকরা এ ঘটনাটি ঘটাতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।   

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর