১১ জুন, ২০২৩ ১৮:১৬

বাগেরহাট পৌরবাসীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে কাজ করবে রেড ক্রিসেন্ট

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌরবাসীর জলবায়ু পরিবর্তনের 
ঝুঁকি কমাতে কাজ করবে রেড ক্রিসেন্ট

বাগেরহাট পৌরবাসীর দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুঁকি মোকাবেলায় কাজ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রাম ছেড়ে শহরে আসা বিপদাপন্ন মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও শহরে জীবনে তাদের প্রভাব নিয়েও কাজ করা হবে। এর ফলে পৌরবাসির দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমে আসবে। দুর্যোগ প্রবন উপকূলীয় দুই জেলা বাগেরহাট ও সাতক্ষীরা পৌরসভার দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমেরিকার রেডক্রসের ১০ কোটি টাকার অর্থায়নে কোস্টাল সিটিস রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই দুই পৌরসভার ৬টি ওয়ার্ডে ৩ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমবে। 

রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে কোস্টাল সিটিস রেজিলিয়েন্স প্রকল্পের অবহিতকরণ সভায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র শেখ আবুল হাশেম শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সাধণ কুমার সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শেখ বুলবুল কবির, রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক এসএম আক্তার, আইএফআরসির ম্যানেজার জাহিদুল ইসলাম দিপু, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর রেজাউর রহমান মন্টু রেডক্রিসেন্টের সহকারী পরিচালক মো. শাহিনুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, বাগেরহাট রেডক্রিসেন্টের ইউনিট কর্মকর্তা মো. আব্দুল হান্নান, নির্বাহী সদস্য মীর জায়েসী আশরাফি জেমসসহ অন্যরা ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর